বিশ্বব্যাপী করোনায় এ পর্যন্ত মৃত্যু ২ লাখ ৮৩ হাজার ৮৬০ জন

- আপডেট সময় : ০১:০৬:২৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০
- / ১৬১৩ বার পড়া হয়েছে
বিশ্বব্যাপী বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে এ পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৮৩ হাজার ৮৬০ জন। আর মোট আক্রান্তের সংখ্যা ৪১ লাখ ৮০ হাজার ৩০৩ জন। এসময়ে ১৪ লাখ ৯০ হাজার ৭৭৬ জন করোনা রোগী সুস্থ হয়েছে।
আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ২৪ লাখ ৫ হাজোর ৬৬৭ জন রোগীর মধ্যে ২৩ লাখ ৫৮ হাজার ৬২৯ জনের অবস্থা ভালো। আর ৪৭ হাজার ৩৮ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২শ’ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। করোনায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে যুক্তরাষ্ট্রে। ৮০ হাজার ৭৮৭ জন মানুষ মারা গেছে। আর আক্রান্ত হয়েছে সাড়ে ১৩ লাখ ৬৭ হাজার ৬৩৮ জন। দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানী যুক্তরাজ্যে। সেখানে মারা গেছেন ৩১ হাজার ৮৫৫ জন। আর ইতালিতে মারা গেছেন ৩০ হাজার ৫৬০ জন।