বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আজ ঢাকায় আসছেন
- আপডেট সময় : ০১:১৫:০৪ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩
- / ১৮১১ বার পড়া হয়েছে
বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অ্যাক্সেল ভন ট্রটসেনবার্গ তিন দিনের সফরে ঢাকায় আসছেন আজ। বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে অবস্থানকালে অ্যাক্সেল বাংলাদেশ ও বিশ্বব্যাংক গ্রুপের মধ্যে সম্পর্কের ৫০ বছরপূর্তি উপলক্ষে ২২ জানুয়ারি ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন।
এছাড়া তিনি প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও অন্যান্য জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও উন্নয়ন অংশীদারদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া বিশ্বব্যাংকের সহায়তাপুষ্ট বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবেন। অ্যাক্সেল ভন ট্রটসেনবার্গ বলেন, বিশ্বব্যাংক বাংলাদেশের সঙ্গে তার ৫০ বছরের অংশীদারিত্ব এবং দেশের উল্লেখযোগ্য উন্নয়ন অগ্রযাত্রার অংশ হওয়ার জন্য গর্বিত। সফরকালে এসব অর্জন সরাসরি দেখার জন্য উন্মুখ তিনি। সফরে তার সঙ্গে থাকবেন দক্ষিণ এশিয়া অঞ্চলের জন্য বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার।















