বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রশাসনের পদ-পদবী পাওয়ার লোভে লবিংয়ে ব্যস্ত

- আপডেট সময় : ০৮:৫২:০৭ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০১৯
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রশাসনের পদ-পদবী পাওয়ার লোভে শিক্ষা কার্যক্রম ছেড়ে লবিংয়ে ব্যস্ত হয়ে পড়েছেন বলে অভিযোগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।
বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাদশ সমাবর্তন অনুষ্ঠানে তিনি বলেন, অনেক শিক্ষকই নিজের স্বার্থসিদ্ধি করতে শিক্ষার্থীদেরও ব্যবহার করছেন। এমনকি শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক ভুলে তারা লেনদেনেও জড়িয়ে পড়ছেন। যা অত্যন্ত অসম্মানজনক ও মর্যাদা হানিকর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এ সমাবর্তনে শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের সতর্ক করে দিয়ে বলেন, অযৌক্তিক দাবি-দাওয়া তুলে শিক্ষার পরিবেশ নষ্ট করলে সরকার তা বরদাশত করবে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন ভারতের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তী। সমাবর্তনে ২০১৫ ও ২০১৬ সালে উত্তীর্ণদের গ্রাজুয়েট ডিগ্রি প্রদান করেন রাষ্ট্রপতি।