বিশ্ববাজারে বাংলাদেশের রফতানির সুবিধা আরও বৃদ্ধি পাবেঃ প্রধানমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
উন্নয়নের ক্ষেত্রে যারা বাংলাদেশকে সহায়তা করবে তাদের সাথে ভালো সম্পর্ক গড়ে উঠবে এটাই স্বাভাবিক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উন্নয়নশীল দেশ হওয়াতে বিশ্ববাজারে বাংলাদেশের সুযোগ সুবিধা কমবে না, বরং রফতানির সুবিধা আরও বৃদ্ধি পাবে বলেও উল্লেখ করেন তিনি। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না এক্সিবিশন’ সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, চীনের সহায়তায় নতুন এই কেন্দ্র স্থাপন করার ফলে সারা বছরই রফতানিকারকরা তাদের পণ্য প্রদর্শন করতে পারবে। বাংলাদেশি উদ্যোক্তারা যাতে দেশের বাইরে বিনিয়োগ করে অর্থনীতিতে অবদান রাখতে পারে সে বিষয়ে সরকার উদ্যোগ গ্রহণ করছে বলেও জানান প্রধানমন্ত্রী।