বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ১৮ জনে

- আপডেট সময় : ০১:২৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ১৮ জনে। আক্রান্ত হয়েছে ১ লাখ ১৩ হাজার মানুষ। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩ হাজারেও বেশি মানুষ। নতুন রোগী ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় পুরো ইতালিতে চলাচলের ওপর কড়াকড়ি আরোপের পাশাপাশি জনসমাগম নিষিদ্ধের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেছেন, ভাইরাসটি মহামারির চেয়েও বড় সংকটে পরিণত হওয়ার হুমকি এখন সত্য হতে চলেছে।
চীনে করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমে এসেছে। দেশটিতে গেলো ২৪ ঘণ্টায় মারা গেছে ১৭ জন এবং সংক্রমিত হয়েছে মাত্র ১৯ জন। ভাইরাসটির উৎপত্তি স্থল- উহান শহর সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
এদিকে, করোনায় ইরানে ২৩৭ জন, দক্ষিণ কোরিয়ায় ৫৪, ফ্রান্সে ৩০, স্পেনে ২৮, যুক্তরাষ্ট্রে ২৬, জাপানে ১৬, যুক্তরাজ্যে ৫, হংকংয়ে ৩, অস্ট্রেলিয়াতে ৩, জার্মানিতে ২ ও ফিলিপাইন, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, আর্জেন্টিনা, মিশর, তাইওয়ান, থাইল্যান্ড ও কানাডায় একজন করে মারা গেছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩ হাজারেও বেশি মানুষ।
সোমবার ইতালিতে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৩৬৬ থেকে বেড়ে হয়েছে ৪৬৩ জন।আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে ৯ হাজার। নতুন রোগী ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় পুরো ইতালিতে চলাচলের ওপর কড়াকড়ি আরোপের পাশাপাশি জনসমাগম নিষিদ্ধের ঘোষণা দিয়েছে দেশটির সরকার।
সবচেয়ে ভালো হয় যদি আমরা যার যার ঘরেই থাকি। সংক্রমণের হার আর মৃত্যু অনেক বেড়ে গেছে। পুরো ইতালিকে এখন একটি সুরক্ষিত এলাকায় পরিণত করতে হবে। ইতালির ভালোর জন্যই আমাদের সবাইকে এটা মানতে হবে।
বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় উদ্বেগ জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেছেন, ভাইরাসটি মহামারির চেয়েও বড় সংকটে পরিণত হতে চলেছে।
সট: ড. ড. টেড্রস আডানম গেব্রেইয়েসাস, প্রধান ডব্লিউএইচও
ভাইরাসটি মহামারির চেয়ে বড় সংকট পরিণত হওয়ার হুমকি এখন সত্য হতে চলেছে।’‘অল্প কিছু দেশ সম্প্রদায়ভিত্তিক সংক্রমণ আটকাতে সক্ষম হয়েছে। তবে, এ নিয়ে বিশ্ব নেতাদের এখনই হাল ছেড়ে দেয়ার দরকার নেই। চীনে ৮০ হাজারের বেশি করোনা রোগীর ৭০ শতাংশই সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
যখন কোনও কিছু ১০০টি দেশে ছড়িয়ে পড়ে, আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়ায়, তখন চিন্তা তো হবেই। মাত্র দুই সপ্তাহ আগেও এটি ৩০টি দেশে ছিল।’
ডব্লিউএইচও জানিয়েছে, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ৯৩ শতাংশ রোগীই চীন, দক্ষিণ কোরিয়া, ইতালি ও ইরানের। ৮০টি দেশে আক্রান্তের সংখ্যা একশো’রও নিচে। এছাড়া, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে মাত্র ২০ শতাংশের শরীরে গুরুতর উপসর্গ আছে। বাকি ৮০ শতাংশ হালকা নিউমোনিয়ায় আক্রান্ত।