বিশেষ জাতের তরমুজ চাষ শুরু হয়েছে নওগাঁয়
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৮:৫২:০৫ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
বিশেষ জাতের তরমুজ চাষ শুরু হয়েছে নওগাঁয়। বর্ষার ঠিক মাঝামাঝিতে বাজারে আসবে এই ফল। আকর্ষনীয় রঙ ও সহজ চাষ পদ্ধতির জন্য আগ্রহী হয়ে উঠেছে কৃষক। অসময়ের ফল হওয়ায় ভালো দামের আশা করছে কৃষি বিভাগ।
মাচার সবুজ পাতার মাঝেই ঝুলছে হলুদ ফল। এগুলো ‘তৃপ্তি’ ও ‘ব্ল্যাক গোল্ড’ জাতের তরমুজ। এসব তরমুজ চাষ করেছেন নওগাঁ সীমান্তে দাদনপুরের কৃষক রকুনুজ্জামান। ইউটিউবে দেখে উদ্বুদ্ধ হয়ে প্রায় দু’বিঘা জমিতে চাষ করেন তিনি। মাটি থেকে কিছুটা উঁচুতে মাচায় চাষ হয় এই তরমুজ। অল্প সেঁচ ও সার-কীটনাশকেই পাওয়া যায় ফসল।
এই ধরণের তরমুজ চাষে আগ্রহ দেখা দিয়েছে স্থানীয় কৃষকের মাঝে।
আগামীতে নতুন কেউ চাষ করতে চাইলে সহযোগিতা করবে, কৃষি বিভাগ।
দুই বিঘা জমি আবাদে খরচ হয়েছে ৯০ হাজার টাকা। এখান থেকে প্রায় চার লাখ টাকা আয়ের সম্ভাবনা দেখছেন কৃষক রকুনুজ্জামান।

 
																			 
																		























