বিলুপ্তির পথে পার্বত্য চট্টগ্রামের নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী কোমর তাঁত
- আপডেট সময় : ০৪:৫৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২
- / ১৭৬৬ বার পড়া হয়েছে
বিলুপ্তির পথে পার্বত্য চট্টগ্রামের নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী কোমর তাঁত। বেড়ে গেছে সুতা রংসহ কাঁচামালের দাম। এতে কোমর তাঁতে কাপড় বুনে আর পোষাতে পারছে না ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীরা।
পার্বত্য চট্টগ্রামে বসবাসরত নৃ-গোষ্টিদের শত বছরের ঐতিহ্য কোমর তাঁত। বংশ পরমপরায় তারা এ কাজ শিখেছেন। একটা সময় উপজাতীয় নারীদের বিয়ের সময় তাঁত বুনার যোগ্যতা বাধ্যতামূলক ছিলো। পাহাড়ে প্রায় সব নৃ-গোষ্টির নারীরা কোমর তাঁত বুনেন। বিশেষ করে চাকমা সম্প্রদায়ের পিনন খাদি বেশি জনপ্রীয়।
আধুনিকতার ছোঁয়া আর যন্ত্রপাতির প্রভাবে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী কোমর তাঁত। সুতা, রংসহ বিভিন্ন দ্রব্যের দাম বেড়ে যাওয়ায় এবং বাজারজাত সংকটের কারণে যারা এটিকে পেশা হিসেবে নিয়েছে তারও পোষাতে পারছে না।
সংকট দূর করতে উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও পণ্য বাজারজাতে সরকার সহায়তা দিচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন।
ঐতিহ্যবাহী কোমর তাঁত রক্ষায় সরকার উদ্যোগ নিবে এমন প্রত্যাশা বিশিষ্টজনদের।










