বিরোধীদলকে রাজনীতি থেকে দূরে রাখতে চায় সরকার: মির্জা ফখরুল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৫২:৪০ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
একদলীয় শাসন কায়েমের জন্য বিরোধীদলকে রাজনীতি থেকে দূরে রাখতে চায় সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সকালে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন মির্জা ফখরুল। বলেন, আওয়ামী লীগ সরকার কোন কথাই রক্ষা করে না। বিএনপির ঈদ পুর্নমিলনীতে বিএনপি নেতা ডা. খন্দকার মোশাররফ হোসের উপর হামলার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এ সরকার আবার সভা সমাবেশ কি করে করতে দেবে। মিথ্যাচার করে রাজনীতিতে টিকে আছে দলটি। দেশ স্বাধীন হওয়ার সেই শুরু থেকে মিথ্যা বলে জনগণের সকল অধিকার কেড়ে নিচ্ছে। নিরপেক্ষ নিদোলীয় সরকার কাছে ক্ষমতা হস্তান্তর না করলে বিএনপি কোনো নির্বাচনে যাবে না বলেও জানান বিএনপির এই নেতা।