বিমান বাহিনীর হেলিকপ্টারে যশোর চৌগাছার আবাসিক চিকিৎসক ঢাকায়

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৮:১৬ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০
- / ১৫৮১ বার পড়া হয়েছে
যশোর চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনায় আক্রান্ত গুরুতর অসুস্থ আবাসিক চিকিৎসক কে ঢাকায় আনা হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার করে তাকে শুক্রবার রাতে ঢাকায় আনা হয়।
বাংলাদেশ বিমান বাহিনীর একটি এমআই-১৭ এসইচ হেলিকপ্টারে করে দ্রুত সময়ে ডাঃ নাহিদ সিরাজকে ঢাকায় এনে সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেই সাথে করোনা আক্রান্ত ডাঃ নাহিদ সিরাজ এর স্ত্রী ডাঃ আনজুম ও তার চিকিৎসক ডাঃ উত্তমকেও একই হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়। জাতীয় যেকোন ধরনের দুর্যোগ মোকাবিলা ও করোনাভাইরাস প্রতিরোধে সশস্ত্র বাহিনীর বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান কার্যক্রমে জরুরী বিমান পরিবহন এবং মেডিক্যাল ইভাকোয়েশন সহায়তা দিয়ে আসছে বাংলাদেশ বিমান বাহিনী ।