বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তা ও দেশীয় পণ্যের নতুন বাজার সৃষ্টি করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান

- আপডেট সময় : ১২:১৯:২৭ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১
- / ১৬০১ বার পড়া হয়েছে
বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তা ও দেশীয় পণ্যের নতুন বাজার সৃষ্টি করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে নবম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
চাকরির পিছনে না ছুটে, উদ্যোক্তা হতে যুব সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, উদ্যোক্তাদের সফল হওয়ার সকল সুযোগ সুবিধা বর্তমান সরকার নিশ্চিত করেছে। গণভবন থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আয়োজিত এই মেলায় ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চারজন ক্ষদ্র ও মাঝারি উদ্যোক্তার হাতে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার তুলে দেয়া হয়। এসএমই ফাউন্ডেশন আয়োজিত ৮ দিনের এই মেলায় ৩২৫টি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান অংশ নিয়েছে, যার ৬০ শতাংশই নারী উদ্যোক্তা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বলেন, শুধু পণ্য উৎপাদন নয়, সে সঙ্গে আন্তর্জাতিক মান বজায় রাখতে হবে। নারী উদ্যোক্তারা যাতে বিশেষ ভাবে সুবিধা পায় তার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন শেখ হাসিনা।