বিভিন্ন দাবিতে মানিকগঞ্জ ও মাদারীপুরে মানববন্ধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
বিভিন্ন দাবিতে মানিকগঞ্জ ও মাদারীপুরে মানববন্ধন হয়েছে।
মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিমুলিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিনের বিভিন্ন দুর্নীতির শাস্তির দাবীতে মানববন্ধন করেছে ইউপি সদস্যরা। সকালে শিমুলিয়া ইউনিয়নের বেজপাড়া গ্রামের ব্রিজে অনুষ্ঠিত মানববন্ধনে তারা বলেন, ইউপি চেয়ারম্যান জসীমউদ্দীন বিভিন্ন প্রকল্পের কাজ না করেই টাকা আত্মসাৎ করেছেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে চেয়ারম্যানের বিচারের দাবি জানায় তারা।
এদিকে, মাদারীপুরের ডাসারে প্রতিপক্ষের হামলায় নিহত জাহিদ মীরের হত্যার ঘটনায় দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করে তারা।




















