বিভিন্ন দাবিতে গোপালগঞ্জ, দিনাজপুর ও কুড়িগ্রামে মানবন্ধন

- আপডেট সময় : ০৬:৪৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
বিভিন্ন দাবিতে গোপালগঞ্জ, দিনাজপুর ও কুড়িগ্রামে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ শেখ ফজলুল হক মনিকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে ও যুক্তরাষ্ট্র প্রবাসী প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকীর বিচারের দাবিতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মানববন্ধন কর্মসূচী পালিত ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগ এ কর্মসূচীর আয়োজন করে।
দিনাজপুরের ঘোড়াঘাট ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানবন্ধন করেছে দিনাজপুর শিক্ষা বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা। সকালে শিক্ষা বোর্ডের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।এসময় বক্তরা হামলাকারীদের বিচারের দাবি জানান।
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার চর বেষ্টিত কোদালকাটি ইউনিয়ন যুবলীগ নেতা হাসানুর রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে যুবলীগ কর্মী ও তার পরিবারের সদস্যরা। দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করে কোদালকাটি ইউনিয়ন এলাকাবাসী। এসময় লিখিত বক্তব্য পাঠ করে শোনান কোদালকাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহেল সরকার।