বিভিন্ন জেলায় ছাত্রদল ও যুবদলের বিক্ষোভ সমাবেশ
- আপডেট সময় : ০৫:২৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২
- / ১৬২৮ বার পড়া হয়েছে
ঢাবি’তে ছাত্রদলের উপর ছাত্র লীগের হামলার প্রতিবাদে বরিশাল, গাইবান্ধা, সিরাজগঞ্জ ও জামালপুরসহ বিভিন্ন জেলায় ছাত্রদল ও যুবদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালে পৃথক বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদল ও যুবদল। সমাবেশ শেষে ছাত্রদল মিছিল বের করতে চাইলে বাধা দেয় পুলিশ। সকালে বিএনপির দলীয় কার্যালয় সামনে খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো যুবদল নেতাকর্মিরা।
প্রতিবাদে দুপুরে গাইবান্ধায় যুবদলের বিক্ষোভ সমাবেশ জেলা দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে। পুলিশি বাধা উপেক্ষা করে অংশ নেন যুবদলের নেতা-কর্মীরা।
জামালপুরেও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আগামী দিনের আন্দোলন সংগ্রামে সবাইকে এক সাথে কাজ করার আহবান জানান বক্তারা।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে কুটুক্তি ও হুমকির প্রতিবাদে সিরাজগঞ্জে জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ঢাবি’তে ছাত্রদলের উপর ছাত্র লীগের হামলার প্রতিবাদে বরিশাল, গাইবান্ধা, সিরাজগঞ্জ ও জামালপুরসহ বিভিন্ন জেলায় ছাত্রদল ও যুবদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।










