বিভিন্ন জেলায় করোনায় কর্মহীন দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ

- আপডেট সময় : ০৬:৩০:২৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
বিভিন্ন জেলায় করোনায় কর্মহীন দুস্থ মানুষের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন সংগঠন।
সাভারে ৩ শতাধিক অসহায় মানুষের মাঝে সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ঈদ উপহার তুলে দেন।
যশোরের ঝিকরগাছায় ৭ শতাধিক পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেছে যুবলীগ।
কুড়িগ্রামে ১২শ’ কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জেলা প্রশাসক ।
জামালপুরে দুস্থ মানুষের মাঝে গরু বিতরণ করা হয়েছে।
গোপালগঞ্জে কর্মহীন ও অসহায় শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে জেলা পুলিশ প্রশাসন।
ব্রাহ্মণবাড়িয়ায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে স্থানীয় প্রশাসন।
গাইবান্ধার সাঘাটায় অসহায় ৬৫০ পরিবারের মাঝে ঈদ উপহার প্যাকেজ বিতরণ করা হয়েছে।
নড়াইল, রাজবাড়ী ও ময়মনসিংহে পাঁচ শতাধিক অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জেলা যুবলীগ।
ঈদে ঘরমুখো মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সাতক্ষীরায় পথচারিদের মধ্যে মাক্স ও হ্যান্ডস্যানিটাইজার বিতরণ করেছে সাতক্ষীরা ৯৩ এসএসসি ব্যাচ।