বিভিন্ন জেলায় করোনায় কর্মহীনদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
- আপডেট সময় : ০৮:৪২:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
বিভিন্ন জেলায় করোনায় কর্মহীনদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
পটুয়াখালীর কলাপাড়ায় তিন শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে বাংলাদেশ নৌ-বাহিনী। শনিবার বেলা বারোটায় বানৌজা শের-ই-বাংলা ঘাটিতে লালুয়া ইউপির বানাতিপাড়া ও গোলবুনিয়া গ্রামের মানুষের মাঝে এসব খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এসময় প্রত্যেক পরিবারকে চাল, ছোলা, লবন, আটা এবং ১শ’ টাকা করে দেয়া হয়।
বান্দরবানে করোন ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়। সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ উপহার সামগ্রী বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
এদিকে, নেত্রকোনায় দোকান কর্মচারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে শহরের সাতপাই আধুনিক স্টেডিয়াম মাঠে ৫ শতাধিক দোকান কর্মচারীর মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।
























