বিভিন্ন অভিযোগে পাবনার সাঁথিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদককে আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৮:৪২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
চাঁদা না পেয়ে সরকারি কাজে বাঁধা দেয়াসহ বিভিন্ন অভিযোগে পাবনার সাঁথিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল খান সানাকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ঠিকাদারের সহযোগীদের মারধরের অভিযোগ উঠেছে।
শনিবার রাতে ঠিকাদারী প্রতিষ্ঠান এমএম বির্ল্ডাস এন্ড কনস্ট্রাকশন লিমিটেডের প্রজেক্ট এলাকা থেকে ঐ ছাত্রলীগ নেতাকে আটক করা হয়। সকালে তাকে জেলা হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। ঐ প্রকল্পের ম্যানেজার ইঞ্জিনিয়ার প্রল্লাড কুমার জানান, সাঁথিয়ার কোনাবাড়ি থেকে পাটগাড়ি পর্যন্ত ৮ কিলোমিটার নতুন সড়ক নির্মাণের কাজ শুরু করেছে ঐ ঠিকাদারী প্রতিষ্ঠান। কাজ হাত দেয়ার পর থেকেই চাঁদা দাবি করে আসছে উপজেলা ছাত্রলীগের এই নেতা। চাঁদা না পেয়ে শনিবার কাজ বন্ধের হুমকি দিয়ে সুপারভাইজার ইয়াছিন আলীকে মারধর করে সানা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে।