বিভাগীয় মহাসমাবেশ থেকে সারাদেশে গণ অভ্যুত্থানের সূচনা হবে : ফখরুল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
- / ১৬৬৭ বার পড়া হয়েছে
বিভাগীয় সমাবেশ থেকে সারাদেশে গণ অভূত্থানের সূচনা হবে বলে হুঁশিয়ারী দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিকেলে চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে ইসলামী ঐক্যজোট ও ডেমোক্রেটিক লীগের সঙ্গে সংলাপ শেষে একথা জানান তিনি। সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে দিতীয় দফায় সংলাপের অংশ হিসেবে সংলাপ করে বিএনপি। এ নিয়ে এগোরটি দলের সঙ্গে বৈঠক করেছে দলটি। সংলাপে নির্বাচনকালীন সরকার, আগামীতে সরকার বিরোধী আন্দোলনের দফা নিয়ে আলোচনা হয়। আগামীতে যুগপৎ আন্দোলনের বিএনপির সঙ্গে থাকতে একমত হয়েছে দুটো দলই জানিয়েছেন মির্জা ফখরুল। তিনি জানান, কালকের বিভাগীয় সমাবেশের মাধ্যমে নতুন আন্দোলনের রূপরেখা জানবে জাতি।