বিপিএল এবারের আসরে ব্যাটিংয়ে দাপট বিদেশিদের আর বোলিংয়ে আধিপত্য বাংলাদেশিদের
- আপডেট সময় : ০৪:০৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু বিপিএলের এবারের আসরে ব্যাটিংয়ে বিদেশিরা দাপট দেখালেও, বোলিংয়ে আধিপত্য দেখিয়েছে বাংলাদেশিরা। ৪১৪ রানে আসরের সেরা রান সংগ্রাহক চট্টগ্রামের উইল জ্যাকস। ১৯ উইকেট শিকার করে আসরের সেরা বোলার কুমিল্লার মোস্তাফিজুর রহমান। এদিকে, ব্যাটে বলে দারুণ নৈপুণ্য দেখিয়ে চতুর্থবারের টুর্নামেন্ট সেরা হয়েছেন সাকিব আল হাসান। আর ফাইনালের নায়ক চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সুনিল নারিন।
উত্তেজনার পারদে ঠাসা ছিল বিপিএল ফাইনাল। কখনো কুমিল্লা, আবার কখনো বরিশাল। এভাবেই পেন্ডুলামের মতো দুলছিলো দু’দলের শিরোপার জয়ের ভাগ্য।
তবে, শেষ পর্যন্ত স্ন্যায়ুচাপ উতরেছে কুমিল্লা। বরিশালকে ১ রানের আক্ষেপে পুড়িয়ে টুর্নামেন্টের তৃতীয় শিরোপা জিতেছে ইমরুলের দল। যার নেপথ্যে একজন সুনীল নারাইন। দ্বিতীয় কোয়ালিয়াফারে যে ব্যাটিংয়ে যে ঝড় তুলেছে, মেগা ফাইনালেও তা অব্যাহত রাখলেন ২৩ বলে ৫৭ করে। ১৫ রান খরচায় ২ উইকেটে নিয়ে বোলিংয়েও উজ্জ্বল। তাই খেলা শেষে ফাইনাল সেরার পুরস্কার ওঠে নারাইনের হাতে।
শুরুটা বিবর্ণ হলেও সাকিবের নেতৃত্বে ফরচুন বরিশাল জায়গা করে ফাইনালে। দল চ্যাম্পিয়ন হতে না পারলেও অলরাউন্ড নৈপুণ্যে সকলের দৃষ্টি কেড়েছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়। ব্যাটিংয়ে ২৮৪ রানের পাশাপাশি বোলিংয়ে ১৬ উইকেট শিকার করেছেন সুপার সাকিব। তাই টুর্নামেন্টের সেরা স্বীকৃতি পেলেন সাকিব আল হাসান।
ব্যাটিংয়ে পুরো আসরে দাপট দেখিয়েছে বিদেশি ক্রিকেটাররা। সেরা পাঁচ জনের মধ্যে চারজনই বিদেশি। ৪১৪ রান নিয়ে সবার উপরে চট্টগ্রাম উইল জ্যাকস। তালিকায় একমাত্র লোকাল তামিম ইকবাল ৪০৭ রানে।
বোলিংয়ে বিপরীত, বাংলাদেশিদের জয়জয়কার। সেরা পাঁচের চার বাংলাদেশি, ১৯ উইকেট নিয়ে সবার উপরে কুমিল্লার মোস্তাফিজ। সাকিব, তানভির ইলমাম কিংবা মৃত্যুঞ্জয় চৌধুরী সবাই ছিলেন ধারাবাহিক। তালিকায় একমাত্র বিদেশী ডুয়াইন ব্রাভো।
আসরে সর্বোচ্চ সংগ্রহ চট্টগ্রামের ২০২। ১৩০ রান ঢাকার সর্বনিম্ন। রানের বিচারে সবচেয়ে বড় জিতেছে কুমিল্লা, সর্বনিম্নটাও।উইকেটের বিচারে বড় ঢাকার। আসরে সবচেয়ে বেশি ছক্কা হাকিয়েছেন খুলনার আন্দ্রে ফ্লেচার। চ্যাম্পিয়ন দলের মঈন আলী-সুনীল নারাইন আছেন সেই তালিকায়।










