বিপাকে আছে প্রবাসী আয় নির্ভর সিলেট অঞ্চলের পরিবারগুলো

- আপডেট সময় : ০৬:৪৮:০১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০
- / ১৫৮২ বার পড়া হয়েছে
করোনার প্রভাবে বিশ্বব্যাপী দেখা দিয়েছে অর্থনৈতিক মন্দা। এর মধ্যেই বাংলাদেশে করোনা পরবর্তী বিপর্যয় মোকাবেলার চ্যালেঞ্জ নিয়ে ঘোষিত হয়েছে নতুন অর্থবছরের বাজেট। প্রবাসী রেমিট্যান্স, পর্যটনশিল্প এবং ব্যবসা-খাতে সমৃদ্ধ সিলেট জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসলেও এবার কতটুকু রাজস্ব আদায় হবে এ অঞ্চল হতে, তা নিয়ে রয়েছে চরম সংশয়।
সিলেটের অর্থনীতির অনেকটাই নির্ভর করে প্রবাসী আয়ের উপর। বৈশ্বিক করোনার প্রভাবে কয়েকমাস ধরে বিরুপ প্রভাব পড়েছে রেমিটেন্স এর উপর। বিপাকে আছে প্রবাসী আয় নির্ভর এ জনপদের পরিবারগুলোও।
এছাড়াও দীর্ঘ তিন মাসের বেশি সময় ধরে টানা লকডাউনের প্রভাবে ধস নেমেছে সিলেটের ব্যবসা-বাণিজ্যে। অনেকটাই বন্ধ পাথর,বালু,কয়লাসহ সকল ধরনের ব্যাবসা । এছাড়াও বড় ধরনের অর্থনৈতিক ধ্বস নেমেছে সিলেটের পর্যটন শিল্পে।
এবার নেই আশানুরূপ রেমিট্যেন্স আয়। তাছাড়া পর্যটন আর এ অঞ্চলের ব্যবসা খাত ৩ মাস ধরে বন্ধ থাকায় বিপুল পরিমান রাজস্ব হারাবে জাতীয় অর্থনীতি এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
এমন অবস্থায় জাতীয় অর্থনীতিতে সিলেট কতটুকু ভুমিকা রাখতে পারবে তা নিয়েই সংশয় প্রকাশ করছেন অর্থনীতি বিশ্লেষকরা।