বিপর্যয় সামলে চট্টগ্রামে টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ঘুড়ে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
বিপর্যয় সামলে চট্টগ্রামে টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ঘুড়ে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শেষ খবর পর্যন্ত ক্যারিবিয় সংগ্রহ ৫ উইকেটে ২৪৯ রান।
অথচ তৃতীয় দিনের শুরুটা ভালো হয়নি সফরকারীদের। ব্যক্তিগত ১৭ রানে দিনের প্রথম বলেই তাইজুলের শিকার এনক্রুমাহ বোনার। চতুর্থ উইকেটে ৫৫ রানের জুটি গড়েন ব্রাওয়েট-কাইল মেয়ার্স। ক্যারিয়ারের ২০তম ফিফটি তুলে নেন ক্যারিবিয় অধিনায়ক। নাঈম হাসানের বলে আউট হওয়ার আগে ৭৬ রান করেন ব্রাথওয়েট। ৪০ করা কাইল মেয়ার্সকে ফেরান মেহেদী মিরাজ। ৬ষ্ঠ প্রতিরোধ গড়েন ব্লাকউড ও জসুয়া সিলভার। এর আগে, ২ উইকেটে ৭৫ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংস বাংলাদেশ করে ৪৩০ রান। এদিকে, ইনজুরি কারণে তৃতীয় দিনে মাঠে নামেননি সাকিব আল হাসান। চট্টগ্রাম টেস্টে বোলিং করবেন না। প্রয়োজনে ব্যাটিং করবেন সাকিব।