বিনা চিকিৎসায় এক বৃদ্ধার মৃত্যু’র অভিযোগ স্বজনদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১২:১২ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
মেহেরপুরের গাংনীতে বিনা চিকিৎসায় পাতানী খাতুন নামের এক বৃদ্ধার মৃত্যু’র অভিযোগ করেছে স্বজনরা।
ছেলে আওয়াল হোসেন বলেন, তার মা উচ্চ রক্তচাপের রুগি ছিলেন। হঠাৎ মায়ের প্রেসার নেমে গেলে তাকে গাংনী হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হয়। জরুরী বিভাগের চিকিৎসকরা রোগির করোনা সংক্রমণ আছে সন্দেহে এক ঘন্টারও বেশি চিকিৎসা না দিয়ে বসিয়ে রাখেন। অনেক অনুরোধের পর একটি বেসরকারী ডায়াগোনেস্টিক সেন্টারে ইসিজি করাতে বলা হয়। এরপর তার মাকে আবারো হাসপাতালে নিয়ে অক্সিজেন দেয়ার ১ মিনিট পরই খুলে নেয়া হয়। এর পরপরই তার মৃত্যু হয়। এ ঘটনায় গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা তদন্ত করে বিচারের আশ্বাস দিলে মরদেহ বাড়িতে নিয়ে যায় স্বজনরা। মেহেরপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ নাসির উদ্দীন বলেন, রোগির হার্টে সমস্যা ছিলো।