বিধিনিষেধে সাময়িক অসুবিধা হলেও তা মেনে নিতে দেশবাসীর প্রতি আহ্বান ওবায়দুল কাদেরের

- আপডেট সময় : ০৮:৫৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
কঠোর বিধিনিষেধে সাময়িক অসুবিধা হলেও তা মেনে নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, স্বাস্থ্য সুরক্ষায় বিধিনিষেধ মেনে চললেই সরকারের পক্ষে করোনা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। সকালে সরকারি বাসভবনে গণমাধ্যমে ব্রিফিংকালে এসব কথা বলেন তারা।
বৃহস্পতিবার সকালে সরকারি বাসভবনে সমসাময়িক বিষয়ে গণমাধ্যমে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দেশে করোনার সংক্রমণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, জনগণের সুরক্ষায় কঠোর বিধিনিষেধের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এদিকে, রাজধানীর মিন্টো রোডের বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, দীর্ঘদিনের বিধিনিষেধ কখনোই করোনা সংক্রমণ রোধের সমাধান হতে পারে না।
এসময় বিএনপির কেন্দ্রীয় কমিটি দু’জন নির্বাহী সদস্যের পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ড. হাছান মাহমুদ।