বিদ্রোহী প্রার্থীদের নিয়ন্ত্রণ করতে না পারায় সহিংসতা বাড়ছেঃ সুজন

- আপডেট সময় : ০৭:৩৭:৪২ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বড় দুই রাজনৈতিক দল তাদের বিদ্রোহী প্রার্থীদের নিয়ন্ত্রণ করতে না পারায় সহিংসতা বাড়ছে, এতে ভোটার উপস্থিতিতে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশংকা করছে সুশাসনের জন্য নাগরিক সুজন।
বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আশংকা জানায় সংগঠনটির চট্টগ্রাম জেলা সম্পাদক এডভোকেট আকতার কবির চৌধুরী। সংগঠনটির অভিযোগ, জনগণের কাছে সুষ্ঠু ভোটগ্রহনে আন্তরিকতার প্রমাণ দিতে ব্যার্থ হয়েছে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন। এর পরেও পারায় মহল্লায় বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ভোটারদের মাঝে। বড় দুই রাজনৈতিক দল তাদের বিদ্রোহী প্রার্থীদের নিয়ন্ত্রনে ব্যার্থ হয়েছে বলেও মনে করে সুজন বরং একটি মহলের প্রত্যক্ষমদদে সহিংসতার ঘটনা ঘটছে। তবে নির্বাচন কমিশন আর স্থানীয় প্রশাসন আন্তরিক হলে এখনো অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব বলেও মনে করে সংগঠনটি। এসময় সুজনের চট্টগ্রাম বিভাগের আহবায়ক অধ্যাপক মুহম্মদ সিকান্দার খান উপস্থিত ছিলেন।