বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে রাজনীতি না করার আহ্বান প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৮:০৫ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩
- / ১৬০৩ বার পড়া হয়েছে
দেশের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। তিনি বলেন, রাজনৈতিক বিরোধ যদি ক্রান্তিকালেও থাকে, তাহলে বুঝতে হবে উদ্দেশ্য ভালো না।
জাতীয় প্রেসক্লাবে মুজিবনগর দিবসের আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা। গরম বেশি পড়লে বিদ্যুতের তার গরম হয়, তখন ঝুঁকিও বাড়ে।’ সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জন্য এটাও কারণ হতে পারে বলে মনে করেন তিনি। বিদ্যুতের অবস্থা আগের চেয়ে উন্নতি হয়েছে উল্লেখ করে জ্বালানি সংকটের মধ্যে এখন আর বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করা সম্ভব না বলেও জানান তৌফিক ই ইলাইহি চৌধুরী। এসময় চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে এক হয়ে কাজ করার আহবান জানান প্রধানমন্ত্রী এই জ্বালানি বিষয়ক উপদেষ্টা।











