বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যর্থতার দায় নিয়ে সরকারকে পদত্যাগের আহবান ফখরুলের

- আপডেট সময় : ০৭:৪৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও আবারও মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যর্থতার দায় নিয়ে সরকারকে পদত্যাগের আহবান জানান তিনি। রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
‘জাতীয় মৎস্য সপ্তাহ’ উপলক্ষে জাতীয় মৎস্যজীবী পার্টি আয়োজিত গুলশান লিংক রোড সংলগ্ন হাতিরঝিলে মাছের পোণা অবমুক্ত করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
এসময় দেশের বিদ্যুত ব্যবস্থার বর্তমান সংকটের কথা তুলে ধরেন তিনি। অবকাঠামো উন্নয়নের ডামাডোলে বিদ্যুত দিতে না পারায় সরকারের কঠোর সমালোচনা করেন তিনি।
মেগা প্রজেক্ট ও অবকাঠামো উন্নয়নের আগে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব দেন জাতীয় পার্টির এই নেতা। রাষ্ট্রের দায়িত্ব ঠিকমতো পালন করতে না পারলে সরকারকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
এই খাতে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে, আগামীতে দেশ ব্যাপক অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হবে বলেও মনে করেন তিনি।