বিদ্যুৎ ও জ্বালানি সেক্টর হচ্ছে দুর্নীতির আখড়া : জিএম কাদের

- আপডেট সময় : ০৭:২৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বিদ্যুৎ ও জ্বালনি সেক্টর হচ্ছে দুর্নীতির আখড়া। দফায় দফায় দাম বাড়িয়ে সরকার সাধারণ মানুষের উপর জুলুম করছে। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ অভিযোগ করে তিনি বলেন, সংখ্যা লঘুরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে আওয়ামী লীগ সরকারের সময়েই। আর্পিত সম্পত্তির নামে ক্ষমতাসীনরা তাদের সম্পদ দখল করেছে।
বাংলাদেশ সনাতন পার্টির আত্মপ্রকাশ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা।
অংশ নিয়ে বক্তারা অভিযোগ করেন, কোন সরকারই সনাতনদের কল্যাণে কাজ করেনি। তাই ভবিষ্যতে এই দল সংখ্যা লঘুদের পক্ষে কাজ করবে।
এতে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের অভিযোগ করেন, রাজনীতিবিদ, ব্যবসায়ী, এবং আমলাদের সমন্বয়ে দেশে লুন্ঠনের রাজত্ব কায়েম হয়েছে।
এ সরকারের সময়ই সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার বলেও অভিযোগ করেন তিনি।
জাতীয় পার্টি সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে বলেও জানান জি এম কাদের।