বিদেশে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচারকারীদের পাসপোর্ট রাষ্ট্র বাতিল করতে পারে : তথ্যমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
বিদেশে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচারকারীদের পাসপোর্ট রাষ্ট্র বাতিল করতে পারে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরও বলেন, অপপ্রাচারকারীদের তালিকা সরকারের হাতে আছে। প্রয়োজনে আরও তালিকা করা হবে। তিনি অভিযোগ করেন, বিএনপি নিজেদের সমাবেশের মঞ্চ নিজেরাই ভেঙে ফেলে। তারা দায়িত্ব পেলে দেশটাকেই ভেঙে ফেলবে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।