বিদেশে চিঠি লেখা ব্যক্তিদের রাজনীতির অধিকার নেই : তথ্যমন্ত্রী
 
																
								
							
                                - আপডেট সময় : ০৭:৩৯:০২ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২
- / ১৬১৮ বার পড়া হয়েছে
লবিস্ট নিয়োগে বিএনপি’র বিনিয়োগের উৎস খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর, সাহায্য বন্ধে বিদেশে চিঠি পাঠানো ব্যক্তিদের, এ দেশে রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
সোমবার সকালে সচিবালয়ের নিজ দপ্তরে রাজনীতি ও সমসাময়িক বিষয়ে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
যুক্তরাষ্ট্রে বিএনপি’র লবিস্ট নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, জনগণের সামনে তাদের মুখোশ আবারও উন্মোচন করা হবে।
মন্ত্রী অভিযোগ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জনের পাশাপাশি এখন দেশের নির্বাচন ব্যবস্থাকেও বিতর্কিত করতে চায় বিএনপি।
সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সহযোগী সংগঠনের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। এ সময় নির্বাচন কমিশন আইন নিয়ে বিএনপি মহাসচিবের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন তিনি।
শেখ হাসিনার সঠিক সিদ্ধান্তের জন্যই করোনা মহামারির মধ্যেও দেশ এগিয়ে চলছে বলে মনে করেন ড. হাছান মাহমুদ।

 
																			 
																		























