বিদেশে চিকিৎসায় খালেদাকে কোনো শর্ত দেয়া হয়নি : আইনমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৪:০৯ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩
- / ১৭৬১ বার পড়া হয়েছে
চিকিৎসার জন্য বিদেশে যেতে খালেদা জিয়াকে কোন শর্ত দেয়া হয়নি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এ নিয়ে বিএনপি মিথ্যাচার করছে বলেও জানান আনিসুল হক। তিনি পরামর্শ দেন, খালেদা জিয়াকে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়ে আবেদন জানাতে। দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আনিসুল হক।
সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে সংবাদ সম্মেলন করেন আইনমন্ত্রী। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর কোন আইনি সুযোগ নেই। খালেদা জিয়ার বিদেশ যাওয়ার নিয়ে আইনের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে–মির্জা ফখরুলের এমন দাবি নাকচ করে দেন আইনমন্ত্রী।
নি:শর্ত জামিনে থাকার কারণেই ২০০৮ সালে বিদেশ চিকিৎসা নিতে পেরেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেও জানান আনিসুল হক।