বিদেশে খালেদা জিয়ার চিকিৎসার দাবিতে শনিবার সারাদেশে বিএনপি’র গণ-অনশন

- আপডেট সময় : ০৭:৩৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
- / ১৫৯১ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বিকেলে ঢাকার গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। সবকিছুর উর্ধ্বে এসে তাঁর উন্নত চিকিৎসায় বিদেশ যাওয়ার অনুমতি দিতে সরকারের কাছে আবারো জোর দাবি জানান মহাসচিব। খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে গণঅনশন করবে দলটি।
অসুস্থ্য দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরতে রাজধানীর গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি।
এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এভারকেয়ার হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছেন বেগম খালেদা জিয়া।
খালেদা জিয়াকে নিয়ে আইনমন্ত্রীর বক্তব্য সঠিক নয় বলে দাবি করেন তিনি। উন্নত চিকিৎসায় খালেদা জিয়াকে বিদেশ যেতে অনুমতি দেওয়ার জোর দাবি জানান বিএনপি মহাসচিব।
খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে আগামী ২০ নভেম্বর ঢাকাসহ সারাদেশে গণঅনশন কর্মসূচির ঘোষণা দেন তিনি।
এর আগে সকালে জাতীয় প্রেসক্লাবে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীর আলোচনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশবাসী বিশ্বাস করে বিদেশে উন্নত চিকিৎসা পেলে সুস্থ হয়ে উঠবেন বেগম খালেদা জিয়া।