বিদেশিদের কাছে ধর্না দিয়ে সরকার পতনের ষড়যন্ত্র সফল হবে না : হানিফ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২
- / ১৬৫১ বার পড়া হয়েছে
সরকারের পায়ের নিচে শুধু মাটিই না, কংক্রিটের ঢালাই আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
দুপুরে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের শোক দিবসের আলোচনার আগে গণমাধ্যমকে একথা বলেন তিনি। হানিফ আরো বলেন, বিএনপি- জামায়াতের অপতৎপরতা কোন দিন সফল হবে না। তাদের কাজ শুধু বিদেশের কাছে ধর্না দিয়ে সরকার পতনের ষড়যন্ত্র করা। এ সবের মাধ্যমে সাময়িক তৃপ্তি পাচ্ছে তারা। দলের নেতা কর্মীদের উজ্জীবিত করার চেষ্টা ছাড়া আর কিছু না। এ সময় ইবি উপাচার্য প্রফেসর শেখ ড. আবদুস সালাম, ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভুঁইয়াসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।