বিজয় দিবসে খোলা জায়গায় সব অনুষ্ঠান বাতিল এমনকি ঘরোয়া অনুষ্ঠান করতেও অনুমতি লাগবে
- আপডেট সময় : ০৭:১৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
মহান বিজয় দিবস উপলক্ষে এবার খোলা জায়গায় কোনো অনুষ্ঠান করা যাবে না। ঘরোয়াভাবে অনুষ্ঠান করতে চাইলেও আগে থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুমতি নিতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। করোনা মহামারির জন্য স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন করার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার সকালে সচিবালয়ে, মহান বিজয় দিবস উদযাপনে আন্তঃমন্ত্রণালয় সভায় ভার্চুয়ালি যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
এ সময় তিনি বলেন, করোনা সংক্রমণের আশংকা থেকে এবার মহান বিজয় দিবস উদযাপনে কোন বড় আয়োজন থাকছে না। তবে যে কেউ ঘরোয়া অনুষ্ঠান করতে পারবেন। কিন্তু আয়োজন সম্পর্কে আগেই নিরাপত্তাবাহিনীকে জানিয়ে রাখতে হবে।
যে কোন নাশকতা বন্ধে সারাদেশে গোয়েন্দারা সক্রিয় থাকবে এবং নিরাপত্তাবাহিনী কাজ করবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বাস্থ্যবিধি মেনে জাতীয় স্মৃতিসৌধে যাতায়াত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর ক্ষেত্রে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।



















