বিজয় চাকমা হত্যার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১
- / ১৭৪২ বার পড়া হয়েছে
রাঙ্গামাটির বাঘাইছড়ির রুপকারী ইউনিয়নের মেম্বার সমর বিজয় চাকমাকে গুলি করে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
সকালে খাগড়াছড়ি শাপলা চত্বরে মানববন্ধন করেছে পার্বত্য নাগরিক পরিষদ। ২৪ ফেব্রুয়ারী দুপুরে উপজেলা পরিষদের পিআইও অফিসে ঢুকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। মানববন্ধনে বক্তব্য রাখেন, নাগরিক পরিষদের লোকমান হোসেন, মাসুদ রানা, আলমগীর কবীর, আসাদ উল্লা, ইঞ্জিনিয়ার আবদুল মজিদসহ অন্যরা।বক্তারা বলেন, অস্ত্রধারী সন্ত্রাসীদের কাছে পার্বত্য এলাকায় পাহাড়ী-বাঙ্গালী কেউই নিরাপদ নন। তারা অবিলম্বে পার্বত্য এলাকায় সকল সম্প্রদায়ের নাগরিক অধিকার ফিরিয়ে দেয়া এবং পাহাড়ে সকল প্রকার গুম ও হত্যাকাণ্ডের বিচার দাবী জানান তারা।























