বিজয়ীর হাতে প্রাইভেট কারের চাবি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২০:৪০ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
মোটরসাইকেল ব্র্যান্ড হিরো তাদের বাইকের সাথে দিচ্ছে টাটা ব্রান্ডের প্রাইভেট কার। তৃতীয় প্রাইভেট কার বিজয়ী হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের রাকিব আলী।
দুপুরে রাজশাহী পর্যটন মোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীর হাতে প্রাইভেট কারের চাবি তুলে দেন নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ। তিনি বলেন, নিটল-নিলয় ও হিরো যৌথভাবে যশোরে দেশের সবচেয়ে বড় মোটরসাইকেল উৎপাদন কারখানা স্থাপন করতে যাচ্ছে। এখানে উন্নত মানের মোটরসাইকেল তৈরী করা হবে। ফলে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান তৈরি হবে। পরে মোটরসাইকেল ক্রেতা ও ডিলারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।