বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচন হয়েছে
 
																
								
							
                                - আপডেট সময় : ০৯:৩৪:১১ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২০
- / ১৫৯২ বার পড়া হয়েছে
বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচন হয়েছে। প্রথমবার ইভিএমের ভোটে সন্তুষ্টির পাশাপাশি বিড়ম্বনার অভিযোগ করেন ভোটাররা। নির্বাচন স্থগিত করে পুনঃনির্বাচন চেয়েছেন বিএনপি প্রার্থী। তবে আওয়ামী লীগ প্রার্থী বলছেন, পরাজয় বুঝতে পেরে বিএনপি নির্বাচনকে বিতর্কিত করতে চায়।
চট্টগ্রামের চান্দগাঁ সিডিএ পাবলিক স্কুল এণ্ড কলেজ কেন্দ্রের চিত্র এটি। সকাল ন’টার আগেই বুথের সামনে ভোটারদের লম্বা লাইন। প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট দিতে গিয়ে সন্তুষ্টির পাশাপাশি বিড়ম্বনার অভিযোগও করেন ভোটাররা।
বেশিরভাগ ভোটকেন্দ্রে সকালের দিকে ভোটারদের কিছু আনাগোনা থাকলেও বেলা গড়ানোর সাথে সাথে কমতে থাকে ভোটার উপস্থিতি।
সকাল ১০টার পর একটি কেন্দ্রে বিএনপি প্রার্থীর অবস্থান করাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পরে পুলিশ পাহারায় কেন্দ্র ছেড়ে নগর বিএনপি কার্যালয়ে গিয়ে সংবাদ সম্মেলনে ভোট কারচুপি ও কেন্দ্র দখলের অভিযোগ করেন তিনি।
আর নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে এবং নিজের জয়ের আশা জানিয়ে বিএনপি প্রার্থী নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগ প্রার্থী।
এদিকে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছাড়াও রেব ও বিজিবির টহলসহ ভ্রাম্যমান আদালত সক্রিয় ছিল বলে দাবি এই পুলিশ কর্মকর্তার।
বোয়ালখালী-চান্দগাঁও ও পাঁচলাইশের একাংশ নিয়ে গঠিত চট্টগ্রাম-৮ আসনের সাবেক এমপি এবং মহাজোটের শরীক জাসদ একাংশের কার্যকরী সভাপতি মাইনুদ্দিন খান বাদলের মৃত্যুতে শুণ্য এই আসনে আওয়ামীলীগ-বিএনপিসহ মোট ৬ জন প্রার্থী অংশ নিয়েছেন।

 
																			 
																		



















