বিচার বিভাগের ভাবমূর্তি যেন ক্ষুন্ন না হয় সে বিষয়ে সতর্ক থাকতে বিচারকদের প্রতি নির্দেশ
- আপডেট সময় : ০৭:৫১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২০
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
লোভ কিংবা অসততার কারণে বিচার বিভাগের ভাবমূর্তি যেন ক্ষুন্ন না হয় সে বিষয়ে সতর্ক থাকতে বিচারকদের প্রতি নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। একই সঙ্গে দায়সারা মনোভাব ত্যাগ করে বিচারপ্রার্থীদের আইনি অধিকার প্রতিষ্ঠায় কাজ করার পরামর্শও দেন তিনি। দুপুরে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউটে আয়োজিত অনুষ্ঠানে এ সব বলেন আইনমন্ত্রী । তিনি বলেন, চলতি বছর ৫ থেকে ৬ লাখ মামলা নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে আইন মন্ত্রণালয়।
দক্ষতার মাধ্যমে দ্রুত মামলা নিষ্পত্তির লক্ষে সহকারি জজ এবং সম পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের ৪ মাস ব্যাপী প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে আইন মন্ত্রণালয়। এতে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষায় প্রয়োজন বিচারকদের নৈতিকতা ও সততা।
আনিসুল হক আরো বলেন, মামলা পরিচালনায় দায়সারা মনোভাব বিচারপ্রার্থীদের ভোগান্তি বাড়িয়ে দেয়। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আরো বলেন, বিচার বিভাগের চলমান মামলা জট কমাতে উদ্যোগ নিয়েছে সরকার।




















