বিচারহীনতার সংস্কৃতির কারণে, দেশে কোনো আইনেরই সঠিক বাস্তবায়ন হচ্ছে না

- আপডেট সময় : ০৮:৪৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
বিচারহীনতার সংস্কৃতির কারণে, দেশে কোনো আইনেরই সঠিক বাস্তবায়ন হচ্ছে না বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, চাকরি বাঁচানোর তাগিদে প্রশাসনের কর্মকর্তারা সরকারের কাছে জিম্মি। এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ক্ষমতায় টিকে থাকতে সংবিধানকে উপেক্ষা করে দেশ পরিচালনা করছে সরকার। ঢাকায় আলাদা অনুষ্ঠানে তারা একথা বলেন।
ধর্ষন ও নারী নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে বিএনপির এই মানববন্ধন। এতে অংশ নিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, দেশে নৈরাজ্য বন্ধ ও গণতন্ত্রের ধারা ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
এদিকে জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদের এক আলোচনায় অংশ নিয়ে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়, সরকারের নানা কর্মকান্ডের সমলোচনা করেন। পুলিশ প্রশাসনের কেউই স্বাধীন নয় বলেও মন্তব্য করেন বিএনপির নেতারা।