বিকেলে ৩ টায় সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

- আপডেট সময় : ০১:২৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি জাতীয় স্থায়ী কমিটি’র সংবাদ সম্মেলন আজ ২৭ মে ২০২৫, মঙ্গলবার বিকাল ৩ টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির এক গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন আজ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সম্মেলনটি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বিএনপি’র শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন, নির্বাচন কমিশনের ভূমিকা, মানবাধিকার লঙ্ঘন, এবং বিএনপি নেতাকর্মীদের উপর চালানো দমন-পীড়নের বিষয়গুলো উপস্থাপন করা হবে।
সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়, গণমাধ্যম ও দেশের জনগণের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হবে, যেন তারা দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত থাকেন এবং গণতান্ত্রিক দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনের বিষয়টি বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এসএ টিভিকে নিশ্চিত করেন।