বিকেএসপিতে দুই দিনের প্রস্তুতি ম্যাচে বৃষ্টির বাধা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
বিকেএসপিতে দুই দিনের প্রস্তুতি ম্যাচে বৃষ্টির বাধা। মৌসুমের বেরসিক বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে প্রথম দিনের খেলা। বিসিবি একাদশের বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নামে শ্রীলংকা।
৮ ওভার ৩ বল খেলার পরই বৃষ্টি হানা দেয়। বন্ধের আগ পর্যন্ত ১ উইকেট হারিয়ে ১৪ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। আশিথা ফার্নান্দো ৭ রানে এবং কুশল মেন্ডিস ৫ রানে অপরাজিত আছেন। ২ রান নিয়ে আউট হয়েছেন দিমুথ করুনারত্নে। মুকিদুল ইসলামের বলে উইকেটের পেছনে বিজয়ের হাতে ক্যাচ দেন তিনি। পরে টানা বৃষ্টিতে আর মাঠে গড়ায়নি খেলা। দুই দিনের প্রস্ততি ম্যাচ শেষে প্রথম টেস্ট খেলতে চট্টগ্রামে যাবে শ্রীলংকা। প্রথম টেস্ট খেলতে আগেভাগেই বন্দরনগরীতে গেছে বাংলাদেশ দল। ১৫ মে প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলংকা।