বিএম ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ী মালিকসহ সংশ্লিষ্টদের শাস্তির দাবি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ী মালিকসহ সংশ্লিষ্টদের শাস্তি এবং আহতদের চিকিৎসা ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ।
চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এই দাবি জানানো হয়। সংগঠনের যুগ্ম সমন্বয়ক সফর আলী বলেন, কর্মকাল শেষ হওয়া পর্যন্ত বেতনের টাকা সব শ্রমিককে এককালীন প্রদান করতে হবে। নিরাপত্তার স্বার্থে চট্টগ্রাম মহানগর ও আবাসিক এলাকা থেকে সব ডিপো স্থানান্তরেরও দাবি জানান তিনি। আগামীকাল কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, ১৬ জুন প্রধানমন্ত্রী এবং ৩০ জুন বিএম কন্টেইনার ডিপো অভিমুখে পদযাত্রার কর্মসূচি ঘোষণা করা হয় সংবাদ সম্মেলনে।