বিএম কন্টেইনার ডিপোর উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা

- আপডেট সময় : ০৮:৩৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২
- / ১৬২১ বার পড়া হয়েছে
৬ দিন পর গতরাতে সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোর উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস। তবে তদন্ত ও মামলার আলামত সংগ্রহের জন্য ডিপোতে সাধারণ মানুষের প্রবেশাধিকার নিষিদ্ধ। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
সেনাবাহিনীর দু’টি বিশেষজ্ঞ টিমের সঙ্গে ফায়ার সার্ভিসের ৩২টি ইউনিট টানা ৬ দিন ধরে চেষ্টা চালানোর পর পুড়ে যাওয়া কন্টেইনার থেকে ধোঁয়া বের হওয়া বন্ধ করেছে। ধ্বংসস্তুপে তল্লাসী শেষ করে গতরাতে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দুপুরের রিপোর্ট অনুযায়ী আইসিইউতে ৩ জনসহ মোট ৫৭ জন চিকিৎসাধীন আছেন। বাকিরা হাসপাতাল ছেড়েছেন। তবে মর্গের সামনে আজও স্বজনদের ভিড় ছিল। কারণ পরিচয় শনাক্ত না হওয়ায় ১৭টি মরদেহ এখনো মর্গে আছে। বিপরীতে মরদেহের দাবিদার আছেন ৩৭ জন। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে এখনো নিখোঁজ বেশ কয়েকজন।