বিএনপি যেসব দলের সঙ্গে জোট করেছে তারা কেউ বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ত্বকে স্বীকার করে না : ড. হাছান মাহমুদ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
বিএনপি যেসব রাজনৈতিক দলের সঙ্গে জোট করেছে তারা কেউ বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ত্বকে স্বীকার করে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে বাঁশখালী ও সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণকালে তথ্যমন্ত্রী আরো বলেন, বিএনপিই বাংলাদেশে সাম্প্রদায়িক অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক। তারা দেশের স্বাধীনতা চায়নি। সংখ্যালঘুদের যারা গণিমতের মাল হিসেবে ফতোয়া দিয়েছে, সেই জামায়াতে ইসলামী বিএনপির প্রধান সহযোগী। তাই দেশ থেকে সাম্প্রদায়িক অপশক্তি সমূলে বিনাশ করতে হলে যারা অপশক্তিকে প্রশ্রয় দেয়, তাদেরকেও বর্জন করতে হবে। এসময় চট্টগ্রামের জেলা প্রশাসক মমিনুর রহমান, বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ও সাবেক মেয়র আ.জ.ম নাছিরউদ্দিন উপস্থিত ছিলেন।