বিএনপি বোরকা পড়া দল: হাসান মাহমুদ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২
- / ১৬০২ বার পড়া হয়েছে
বিএনপি কে বোরকা পড়া দল’ মন্তব্য করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী মন্ত্রী ড.হাসান মাহমুদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই। সকালে রাজধানীর ফার্মগেট বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে বাংলাদেশ কীটতত্ত্ব সমিতির দ্বি-বার্ষিক সম্মেলনে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী আরো বলেন, বিশ্বের অন্য দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবেই নির্বাচন হবে। বিএনপি ২০১৪, ২০১৮ তে এসব কথা বলেছিল, কিন্তু নির্বাচনেও এসেছে। আসন পেয়েছে মাত্র ৫টি। জনগণের আর বিএনপির ওপর আস্থা নেই। তিনি আশা করেন, এবারও তারা নির্বাচনে আসবে। বিএনপি সভা সমাবেশের বিষয়ে মন্ত্রী বলেন, রাজনৈতিক সভা সমাবেশ করতে গিয়ে ভাঙচুর করলে তো আর সরকার বসে থাকবে না। জনগণকে সাথে নিয়েই তা প্রতিহত করা হবে।