বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা-মামলার সাথে জড়িতদের পস্তাতে হবে : খসরু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩
- / ১৬৪৬ বার পড়া হয়েছে
বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা-মামলার সাথে জড়িতদের পস্তাতে হবে বলে হুঁশিয়ার করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে একথা বলেন তিনি।
খসরু আরো বলেন, বাংলাদেশের মানুষ অনেক আগেই এই সরকারকে প্রত্যাখ্যান করেছে। এখন বিদেশীরাও করছে। কালো পতাকা নিয়ে গণমিছিল-পূর্ব সমাবেশে আমীর খসরু আরো বলেন, জনগণের টাকা অপচয় করে আফ্রিকা গিয়েও ব্রিকসের সদস্য হতে না পেরে শেখ হাসিনা আফ্রিকার নাগরিকদের সমাবেশেও নৌকায় ভোট চেয়েছেন। তিনি সরকারকে পরামর্শ দেন, এখনো সময় আছে জনগণের দাবি মেনে নিয়ে পদত্যাগ করেন। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেন। নইলে গণআন্দোলনের মাধ্যমে পতন ঘটানোর হুশিয়ারি দেন তিনি।