বিএনপি জঙ্গীবাদের দায় আ’লীগের ওপর চাপাতে চাইছে : কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৮:১৬ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩
- / ১৮৭৪ বার পড়া হয়েছে
বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগকে এক রাতেই নিশ্চিহ্ন করে দেবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ওবায়দুল কাদের।
বিএনপিকে সন্ত্রাস, দুর্নীতি, মানুষ খুনের পৃষ্ঠপোষক জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তাদের ভূয়া আন্দোলনের দফায় জনগণ বিচলিত নয়। বিকেলে মিরপুরের গোলারটেক মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
আগামী নির্বাচনেও শেখ হাসিনার বিকল্প কোন নেতা বাংলাদেশে নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার জন্য শেখ হাসিনার বিকল্প কেউ নেই। তিনি অভিযোগ করেন, বিএনপি জঙ্গীবাদের দায় এখন আওয়ামী লীগের ওপর চাপাতে চাইছে।




















