বিএনপি ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় : সাবেক সিইসি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২
- / ১৬২৬ বার পড়া হয়েছে
বিএনপি ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তিনি বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। তাদের বাইরে রেখে গ্রহণযোগ্য নির্বাচন আশা করা যায় না।
সকালে এফডিসি মিলনায়তনে, ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘বর্তমান নির্বাচন কমিশনের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব’ শীর্ষক ছায়া সংসদে সাবেক সিইসি এসব কথা বলেন। সংগঠনের চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে কে এম নুরুল হুদা বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানান। তিনি বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন করা ইসির জন্য কিছুটা চ্যালেঞ্জ। তবে, কমিশন চাইলে অতিক্রম করা সম্ভব বলেও মনে করেন নুরুল হুদা।।