বিএনপি খাঁচায় বন্দী বাঘ শুধু গর্জন করতে পারে আর কিছু পারে না : তথ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩
- / ১৭১০ বার পড়া হয়েছে
এদিকে..বিএনপি খাঁচায় বন্দী বাঘ, শুধু গর্জন করতে পারে, আর কিছু পারে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সকালে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দিতে এসে এ কথা বলেন তথ্যমন্ত্রী। সার্কিট হাউজে সংবাদিকদের তিনি আরও বলেন, আগামী নির্বাচনে সংবিধানের একচুলও ব্যতয় হবে না। বিএনপি এখন পা ভাঙা বাঘ, খাঁচায় বন্দী–শুধু গর্জন করতে পারে। আর কিছুই পারে না। তারা যদি দেশের শান্তি বিনষ্টের চেষ্টা করে সরকার কঠোর হস্তে দমন করবে। সংবিধান অনুযায়ী বর্তমান সরকার নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে। বিএনপির দাবি তত্বাবধায়ক সরকার, যা শুধু পাকিস্তানে আছে। তথ্যমন্ত্রী প্রশ্ন করে বলেন, তারা শুধু পাকিস্তানকে কেন অনুসরণ অনুকরণ করে। এসময় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল ঢাকায় আসাটা ইতিবাচক বলে জানান হাছান মাহমুদ।























