বিএনপি ক্ষমতায় গেলে জিয়াউর রহমানের মতই দেশ চালাবে : গয়েশ্বর
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৪৫:৩০ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
- / ১৮৭২ বার পড়া হয়েছে
বিএনপি ক্ষমতায় গেলে জিয়াউর রহমানের মতই দেশ চালাবে, আওয়ামী লীগ যা করে তা করবে না। এমনটি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
বিকালে ডিআরইউ মিলনায়তনে, কাজী নজরুল ইসলামের ৪৭ তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জনগণের মঙ্গল তো দূরের কথা বেঁচে থাকাটাই দায় হয়ে যায়। বিএনপি ক্ষমতায় গেলে কে প্রধানমন্ত্রী হবেন আওয়ামী লীগ নেতাদের এমন প্রশ্নের জবাবে গয়েশ্বর বলেন, বিএনপিতে শেখ হাসিনার চেয়ে যোগ্য লোক আছে। এ সময়, গুম হওয়া গণতন্ত্র উদ্ধার না করে ঘরে ফিরবেনা বলেও হুঁশিয়ারি দেন তিনি। বলেন, মুঘল সম্রাজ্যের যেমন পতন হয়েছে আওয়ামী লীগের তেমন পতন হবে৷















