বিএনপি করোনা ভ্যাকসিন নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরী করছে : হানিফ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
বিএনপি করোনা ভ্যাকসিন নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরী করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভ্যাকসিন গ্রহণের মাধ্যমে টিকা কার্যক্রমের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। ভ্যাকসিন নিয়ে বিএনপির মিথ্যাচার জাতীর কাছে প্রমাণ হল-উল্লেখ করে হানিফ বলেন, বিএনপি মহাসচিবসহ তাদের দলের নেতারা ভ্যাকসিন নিয়ে নেতিবাচক প্রচার চালিয়ে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। বিএনপি নেতারা প্রথমে বলেছিলেন বাংলাদেশ করোনা টিকা পাবে না। যখন টিকা এলো তখন তারা বললো আগে প্রধানমন্ত্রী ও তার দলের নেতারা টিকা নিক।