বিএনপি করোনাকালীন নিরাপদ দূরত্ব বজায় রাখতে সফল হয়েছে : ওবায়দুল কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৬:২৫ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১
- / ১৫৭১ বার পড়া হয়েছে
বিএনপি করোনাকালীন নিরাপদ দূরত্ব বজায় রাখতে সফল হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে তাঁতী লীগ আয়োজিত শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় বাসভবন থেকে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপির রাজনৈতিক উদারতা, জনগণের প্রতি কমিটমেন্ট ও দায়িত্বশীলতা শূন্যের কোঠায় পৌঁছে গেছে, করোনাকালে যা প্রত্যক্ষ করেছে জনগণ। আসন্ন বাজেটে বিএনপির ২৪ দফা প্রস্তাবনাকে ইতিবাচক উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তবে এখনো রাজনৈতিক সংকীর্ণতা থেকে বের হতে পারেনি তারা।


















